ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অন্যদলের দেড় হাজার নেতা-কর্মী তৃণমূলে 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
ত্রিপুরায় অন্যদলের দেড় হাজার নেতা-কর্মী তৃণমূলে  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় দেড় হাজার নেতা-কর্মী।  

রোববার (১০ জুলাই) বিকেলে রাজ্যের গোমতী জেলার কাঁকড়াবন এলাকায় দলের এক সভায় তৃণমূলে যোগদান করেন তারা।

 

এর আগে জাতীয় কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক ছিলেন এই নেতা-কর্মীরা।  

এ সময় নতুন সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা ত‍ুলে দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতারা।  

সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রতন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ও প্রাণজীৎ সিংহ রায়, তৃণমূল কংগ্রেস নেতা সুশান্ত চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়:২২২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬।  
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।