ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিএসএনএল এম্পইজ ইউনিয়ন’র গণ বিক্ষোভ কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ত্রিপুরায় বিএসএনএল এম্পইজ ইউনিয়ন’র গণ বিক্ষোভ কর্মসূচি

আগরতলা: ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল)’ পরিষেবার মান উন্নয়নসহ ছয় দফা দাবিতে গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১২ জুলাই) ত্রিপুরা রাজ্যব্যাপী বিএসএনএল অফিসের সামনে এম্পইজ ইউনিয়ন’র ত্রিপুরা রাজ্য শাখার কর্মীরা এই গণবিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিএসএনএল এম্পইজ ইউনিয়ন’র পশ্চিম জেলা কমিটির সম্পাদক শঙ্কর বর্ধন বাংলানিউজকে বলেন, ত্রিপুরা রাজ্যে বিএসএনএল’র পরিষেবার মান খারাপ হয়ে গিয়েছে। ফলে অনেক গ্রাহকই অন্যান্য মোবাইলসহ ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থায় চলে গিয়েছেন। ফলে ক্ষতি হচ্ছে গ্রাহকসহ বিএসএনএলের।

তিনি জানান, এই বিষয়ে আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি। তবে এবার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।