ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাজারে মাছের দাম বেশি, জোগান কম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
কলকাতার বাজারে মাছের দাম বেশি, জোগান কম

কলকাতা: কলকাতার বাজারগুলোতে মাছের দাম ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন সেখানকার ক্রেতারা। শুধু ইলিশ নয় পাবদা, ট্যাংরা, রুই, কাতলা, ভেটকিসহ সব ধরনের মাছের দাম ক্রমেই বেড়ে চলছে।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার ফলে মাছের চাহিদা অনেকটাই বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন, মাছের দাম বেশি হওয়ায় ক্রেতারা মাছ কম কিনছেন।

সরকারি হিসেবে পশ্চিমবঙ্গে ২০১১-১২ আর্থিক বছরে রাজ্যে মাছের চাহিদা ছিল ১৬ দশমিক ০৬ লাখ টন। সেই চাহিদা বেড়ে দাঁড়িয়ে ১৬ দশমিক ৭২ লাখ টন হয়েছে এখন। ফলে চাহিদা আর জোগানের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি পাবদা ৪শ’ ৫০ , ট্যাংরা ৬শ’, ছোট সাইজের রূপচাঁদা ৪শ’ ৫০, বড় সাইজের রূপচাঁদা ৭শ’, কাজরি ৭শ’, ভেটকি ৫শ’ ও পারশে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রুই, কাতলা কোনো বাজারে নেই বললেই চলে।

অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার থেকে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে মাছ আসে। পশ্চিমবঙ্গ থেকেও আশেপাশের রাজ্যে এবং বাংলাদেশে মাছ যায়। তবে বর্তমান সংকটের কারণ হিসেবে প্রচণ্ড গরমে পুকুরের জল কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে।

মৎস্য অধিদফতর বলছে, এখনও অনেক পুকুরে মাছ ধরা হয়নি। বাজারে ওই সব পুকুরের মাছ এলে কিছুটা সংকট কমবে।

তবে ব্যবসায়ীরা বলছেন, বর্ষায় ইলিশের দাম কিছুটা কমলেও অন্য মাছের দাম কমার আশা প্রায় নেই।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ভিএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।