ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার একাধিক জায়গায় বসানো হচ্ছে সোলার প্ল্যান্ট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
ত্রিপুরার একাধিক জায়গায় বসানো হচ্ছে সোলার প্ল্যান্ট  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জ্বালানির সীমিত ভাণ্ডারের কথা মাথায় রেখে প্রচলতি বিদ্যুতের পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন জায়গায় সোলার প্ল্যান্ট বসানো হচ্ছে।

সম্প্রতি ত্রিপুরার পশ্চিম জেলায় তিনটি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতের প্ল্যান্ট বসানো হয়েছে।

এগুলো হলো নজরুল ছাত্রাবাসে ৫হাজার ওয়াট, ড. বি আর আম্বেদকর ছাত্রাবাসে ৫হাজার ওয়াট এবং জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ১০হাজার ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে।

খুব শিগগিরই পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ১০হাজার ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হবে।
এর ফলে যেমন লোডশেডিং’র সমস্যায় পড়তে হচ্ছেনা ও তেমনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। প্রচলিত বিদ্যু‍ৎ উৎসের উপর নির্ভরশীলতা অনেকটাই কমছে।

পাশাপাশি দীনদয়াল উপাধ্যায় জ্যোতি যোজনায় পশ্চিম জেলার ৬ হাজার ৫শ’ দরিদ্র পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

ত্রিপুরা বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতর সূত্রে এই তথ্য জানা জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।