ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সম্পাদক মুকুল রায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সম্পাদক মুকুল রায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় এলেন তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সম্পাদক মুকুল রায়।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) স্থানীয় সময় সোয়া ১২টায় প্রথমে আগরতলা আসেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলের ত্রিপুরার বিধায়ক সুদীপ রায় বর্মণ, যুব নেতা সুশান্ত চৌধুরীসহ অন্যান্য স্থানীয় নেতারা।

বিশ্রাম শেষে আগরতলায় স্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলত হন তিনি।

মঙ্গলবার (০৯ আগস্ট) আগরতলার আস্তাবল ময়দানে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।