ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

কলকাতা: প্রায় ৭২ ঘণ্টার টানা বৃষ্টির ফলে জলমগ্ন কলকাতার বড় অংশ। কলকাতার প্রধান সড়কগুলির অনেক জায়গায় জল জমেছে।

এর ফলে যানবাহনের চলাচলে বেশ কিছুটা সমস্যা দেখা গেছে।

প্রধান সড়কগুলি ছাড়াও শহরের প্রায় সব এলাকাতেই জল জমার খবর পাওয়া গেছে। এর ফলে জনজীবনে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে।

কলকাতার বিভিন্ন অংশে পাম্প বসিয়ে জমা জল সরাবার চেষ্টা করছে পুরসভা। বর্ষা শুরুর সাথে সাথেই কলকাতায় দেখা দিয়েছে ডেঙ্গুর সমস্যা। বর্ষার জমা জল থেকে নানা রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাওড়া এবং শিয়ালদা স্টেশনসূত্রে খবর পাওয়া গেছে, লাইনে জল জমার কারণে এই দুই শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন দেরিতে চলেছে। অবহাওয়া অধিদপ্তরের তরফে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
ভি.এস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।