ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরায় কঠোর নিরাপত্তা

সুদীপ চন্দ্র নাথ, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরায় কঠোর নিরাপত্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ১৫ আগস্ট, সোমবার ভারতের স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে।

নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

এক্ষেত্রে পিছিয়ে নেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাও, গোটা রাজ্য জুড়ে স্বাধীনত‍া দিবস উদযাপনের প্রস্তুতি এখন তুঙ্গে।

তবে এ আয়োজনে যাতে ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফ টি কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

রাজধানী আগরতলাসহ অন্যান্য শহরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি চালাচ্ছে রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)।

রাজ্যের ধলাই জেলার উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ বাহিনী। জাতীয় সড়ক ধরে আসা প্রতিটি যানবাহনে তল্লাশির পাশাপাশি কঠোর নজরদারি চালাচ্ছেন তারা।

নিরাপত্তা সতর্ক জারি করা হয়েছে রাজ্যের রেলপথেও। ট্রেন আসার আগে ত্রিপুরা স্টেট রাইফেল (টিএসআর) বাহিনীর জওয়ানরা মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালান।

খোয়াই জেলার বড়মুড়া পাহাড় এলাকার রেল লাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা টি এস আর’র ২ নম্বর ব্যাটালিয়নের সুবেদার নারায়ণ দাস জানান, জওয়ানরা সব সময়ই গুরুত্ব দিয়ে নিরাপত্তা বিষয়টি তদারকি করছেন।

‘স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট  ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।