ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা বিক্রি তুঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা বিক্রি তুঙ্গে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: স্বাধীনতা দিবসকে কেন্দ্র ভারতের জাতীয় পতাকা বিক্রি তুঙ্গে উঠেছে কলকাতায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিস, ক্লাব কিংবা প্রতিটি বাড়িতেও উড়ানো হচ্ছে জাতীয় পতাকা।

 

সারা বছর না হলেও স্বাধীনতা দিবস এলেই পতাকার চাহিদা বাড়ে। দিবসটি উদযাপনকে কেন্দ্র করে পতাকার চাহিদা অন্যান্য বছরের চেয়ে বেশি চোখে পড়েছে কলকাতায়।  

রোববার (১৪ আগস্ট) কলকাতার শিয়ালদহ থেকে মহাত্মা গান্ধী রোড ঘুরে ও পতাকা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই চোখে পড়েছে।  

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এ অঞ্চলের দোকানগুলো থেকে পতাকা কেনার আগ্রহ রয়েছে স্থানীয়দের।  

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, 'দ্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’-এর কড়া নিয়ম চালু হওয়ায় যত্রতত্র পতাকা বিক্রি কমেছে। নিয়ম মেনে পতাকা তৈরি ও বিক্রি করার বিষয়ে বারবার সতর্ক করেছে প্রশাসন।

তবে বাজার ঘুরে দেখা গেলো অন্য ছবি। ‘দ্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’-এর কোডকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম ভেঙেই পতাকা বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গায়।

‘দ্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’-এর নিয়মে মিলের কাপড়, প্লাস্টিক ইত্যাদি জিনিসের পতাকা তৈরি করে বিক্রি করা নিষিদ্ধ।  

তাছাড়া বেলুন জাতীয় জিনিসেও পতাকা তৈরি বা অংকন করাও নিষিদ্ধ।  

নিয়ম অনুযায়ী, খাদি বা হাতে তৈরি কাপড় ছাড়া অন্য কিছু দিয়ে পতাকা বানানো যায় না। তার নির্দিষ্ট মাপও আছে। কিন্তু ছোট বড় সব মাপেরই পতাকা দেখা গেলো এসব দোকানগুলোতে।  

খাদির পতাকার দামের থেকে ‘গার্ডেন’ কাপড়ে পতাকার দাম কিছুটা কম। তাই এর চাহিদাও বেশি।

‘খাদি গ্রামোদ্যোগ ভবন'-এর দোকানে খোঁজ নিয়ে জানা যায়, এক একটি খাদির পতাকার দাম ৫০০-৭০০ রুপি। আর রেশমের পতাকা তিন থাকে চার হাজার রুপি।  

তবে বাইরের দোকানগুলোতে ১৫ রুপি থেকে ১৫০ রুপির মধ্যে দেদার বিকোচ্ছে পতাকা।  

এ অঞ্চলের বেশ কিছু দোকান মালিক জানালেন, স্বাধীনতা দিবসের আগের দিন রাতেও পতাকা তৈরি করবেন তারা।  

১৫ আগস্টের সকালে পতাকার চাহিদা আরও বাড়বে বলে জানলেন তারা।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।