ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উৎসবে রাখি পরানো হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
উৎসবে রাখি পরানো হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যে উদযাপিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। কলকাতা থেকে এ উৎসব উদযাপনে পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্যও।

 

উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে রাখি পরিয়ে দেন দৃষ্টি উন্নয়ন সমিতির সদস্যারা।

রাজধানী আগরতলার শিশুবিহার সংলগ্ন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী ও তার স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যকে রাখি পরিয়ে দেন সমিতির সদস্যারা।

মুখ্যমন্ত্রী বলেন, এই রাখি পরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে, যা ভাষায় প্রকাশ করতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট  ১৮, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।