ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের তিনদিন বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ফের তিনদিন বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা

কলকাতা: আগামী শনিবার (২০ আগস্ট), রোববার (২১ আগস্ট) ও সোমবার (২২ আগস্ট) বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। এমনই পূর্বাভাস জানালো কলকাতা আবহাওয়া অধিদপ্তর।

গত বুধবারের (১৭ আগস্ট) বৃষ্টি ও ঝড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুরো কলকাতায় একশ’ গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ফলে আগামী তিনদিনের জন্য আগাম সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর।
 
প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে শহরবাসীকে তিন দিনের পূর্ব পরিকল্পনার কথাও বলেছে সংশ্লিষ্ট মহল।

এদিকে শহরের বেশিরভাগ জায়গায় আসন্ন দুর্গা পূজার প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়েছে।

ঝড়-বৃষ্টির সতর্কতা পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলগুলোতে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। জারি হতে পারে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা।

শুক্রবার কলকাতার আকাশে রোদের দেখা মেলেনি। তবে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয়নি। বুধবারের বৃষ্টির ফলে এখনও কোনোকোনো এলাকায় পানি জমে আছে। এর মধ্যে ফের টানা তিনদিন বৃষ্টিতে কলকাতাবাসীদের সমস্যা আরও বাড়াবে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।