ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

‘বাংলা’ নিয়ে বিরোধীদের যুক্তিতর্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
‘বাংলা’ নিয়ে বিরোধীদের যুক্তিতর্ক

কলকাতা: এরই মধ্যে রাজ্যের নাম ‘বাংলা’ পাস করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। এখন বাকি কেন্দ্রীয় সরকারের সম্মতি।

কিন্তু এরইমধ্যে ‘বাংলা’ নাম নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।

এই বিতর্কের আঁচ পাওয়া গিয়েছিল সোমবারই (২৯ আগস্ট), যখন বিধানসভায় নাম পরিবর্তন নিয়ে ভোটাভুটি হয়।

যদিও সংখ্যাধিক্যে প্রস্তাব পাস করিয়ে নেয় সরকার পক্ষ। কিন্তু প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে সভা ওয়াক আউট করেছে বিরোধীদল কংগ্রেস ও বামফ্রন্ট।

তবে বিরোধীদের সেসব যুক্তিকে গ্রাহ্য করেনি রাজ্য সরকার। প্রস্তাবের সরাসরি বিরোধিতা না করলেও কংগ্রেসের বক্তব্য ছিলো ভিন্ন।

কংগ্রেসের দাবি, তাদের নাম পরিবর্তনে আপত্তি নেই। কিন্তু গণভোট করে কমিশন গঠন করে তবেই পরিবর্তন করতে হবে।

সিপিএম এর পক্ষে বাংলা, বেঙ্গল ও ‘বাঙ্গাল’ উল্লেখ করে বলা হয়, রাজ্যের নতুন নাম এই তিনটির একটিও হতে পারে না। সব ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ হোক। এ বিষয়ে পন্ডিতদেরও পরামর্শ নেওয়া প্রয়োজন।

তবে নাম পরিবর্তনের সরাসরি বিরোধিতা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

বিজেপি বলছে, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে দেশভাগ ও উদ্বাস্তুদের ইতিহাস জড়িয়ে আছে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের পাল্টা যুক্তিগুলোও যথেষ্ট জোরালো।

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত ও পাকিস্তানে ‘পাঞ্জাব’ নামে  জায়গা আছে। তাতে কোনো অসুবিধা হয় না। তাহলে ‘বাংলা’ নামের অসুবিধা কোথায়?

রাজ্যের তিনটি নামের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রের কথা চিন্তা করে ‘বেঙ্গল’ নামটি রাখা হয়েছে।

‘বিধায়করা জনগণের প্রতিনিধি, তাই তারা এ প্রসঙ্গে মতামত জানাতেই পারেন। ,’ গণভোটের ইস্যুতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও রাজ্যের নাম পরিবর্তনের শেষ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে যাবে।

এরপর রাষ্ট্রপতি মনে করলে সংবিধান সংশোধন বিল আনার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সম্মতি জানাতে পারেন।

নামের প্রক্রিয়া এখানেই শেষ নয়, ভারতের লোকসভা ও রাজ্যসভায় দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে প্রস্তাব পাস করাতে হবে। তারপরই নাম পরিবর্তন সম্ভব।

তবে নানা যুক্তিতর্ক পেরিয়ে দ্রুত-ই রাজ্যের নতুন নামের প্রক্রিয়া শেষ হবে বলে আশা ব্যক্ত করেছেন মমতা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।