ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বুনো হাতির তাণ্ডবে ত্রিপুরায় ফসল ও রাবার বাগানের ব্যাপক ক্ষতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
বুনো হাতির তাণ্ডবে ত্রিপুরায় ফসল ও রাবার বাগানের ব্যাপক ক্ষতি

আগরতলা: বুনো হাতির তাণ্ডবে ত্রিপুরার খোয়াই জেলায় প্রচুর পরিমাণ জমির ফসল ও রাবার বাগান নষ্ট হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

 

খোয়াই জেলার অন্তর্গত উপজাতি অধ্যুষিত প্রেমসিং গ্রাম ও উত্তরঘিলাতলী গ্রামে শনিবার (০৩ সেপ্টেম্বর) দিনগত রাতে একদল বুনো হাতি তাণ্ডব চালায়। দলে ১২টির বেশি হাতি ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
 
তাণ্ডব চালিয়ে হাতি দল একশ কানি’র বেশি জমির ধান নষ্ট করেছে। পাশাপাশি এলাকার প্রায় ৪০ কানি জমির রাবার গাছের বাগান নষ্ট করেছে।  

এলাকাবাসী জানান, রাত ১২টার সময় হাতির ওই দলটি তাণ্ডব চলালে বন দফতরের স্থানীয় অফিসে ফোন করেও বন কর্মীদের পাওয়া যায়নি। ঘটনাস্থলেও আসেননি কেউ। ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।