ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলিত নির্যাতনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
দলিত নির্যাতনের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল  ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতব্যাপী দলিত নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে আগরতলায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি’র উদ্যোগে মিছিলটি হয়।


 
রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।  

মিছিলে উপস্থিত অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি’র সভাপতি তথা ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী রতন ভৌমিক।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।