ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলাগামী ট্রেন থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
আগরতলাগামী ট্রেন থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ

আগরতলা: আগরতলাগামী যাত্রী ট্রেন থেকে নিষিদ্ধ ঘোষিত কফ সিরাপ জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
 
সোমবার (৫ সেপ্টেম্বর) আগাম খবরের ভিত্তিতে শিলচর থেকে আগরতলাগামী যাত্রী ট্রেনে অভিযান পরিচালিত হয়।

শিলচর থেকে আগরতলা গামী ট্রেনটি জিরানিয়া স্টেশনে পৌঁছালে নিরাপত্তা কর্মীরা ট্রেনের বিভিন্ন কামরায় ঢুকে তল্লাশি চালান। তখন একটি ব্যাগ থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ নেশা দ্রব্য কোরেক্স কফ সিরাপ উদ্ধার হয়।
 
জব্দকৃত নেশাদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) রতন কর।

তবে ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ব্যাগের দাবি কেউ না করায় এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।