ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ত্রিপুরা রাজ্য জুড়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা।

এদিন ত্রিপুরার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর গেদু মিঞা মসজিদ প্রাঙ্গণে।

এখানে এক সঙ্গে হাজারের বেশি মানুষ নামাজ আদায় করেন।

নামাজে ইমাম বলেন, কোরবানি হলো ত্যাগ ও শান্তির। এদিন বিশ্বের সব মানুষ যেন ভাতৃত্ব ও শান্তিপূর্ণভাবে থাকতে পারেন নামাজের মাধ্যমে ইমাম এ আহ্বান জানান।

ঈদ-উল আজহা উপলক্ষে ত্রিপুরা সরকার রাজ্যের সব সরকারি ও আধাসরকারি অফিসে ছুটি ঘোষণা করেছে।

এদিকে দিনটি উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।