ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্ত পরিদর্শন করবেন বাংলাদেশ হাই কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
সীমান্ত পরিদর্শন করবেন বাংলাদেশ হাই কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার  সৈয়দ মুয়াজ্জেম আলী শুক্রবার (১৬ অক্টোবর) ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে করবেন। পরিদর্শনের উদ্দেশ্য পেট্রাপোল এবং বেনাপোল সীমান্ত এলাকার পরিকাঠামোগত অবস্থা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সীমান্তের নানা দিক সরেজমিন দেখা।

পরিদর্শনকালে বাংলাদেশের হাই কমিশনার দুই দেশের কাস্টমস এবং ইমিগ্রেশন বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলবেন জানা গেছে।

পরিদর্শনকালে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে উপ হাই কমিশনার জকি আহাদ যাচ্ছেন না। জকি আহাদের বদলে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের কাউন্সিলর ও দুতালয় প্রধান মাইনুল কবির হাই কমিশনারের সহযোগী হচ্ছেন।

সীমান্ত এলাকা দিয়ে পণ্য এবং যাত্রী চলাচলের বিভিন্ন দিক হাই কমিশনার পর্যবেক্ষণ করবেন বলে মনে করা হচ্ছে। পরিদর্শনের পরদিন (১৭ অক্টোবর) হাই কমিশনার শান্তিনিকেতনের উদ্দেশে রওয়ানা দেবেন। সেখানে তিনি অধ্যক্ষের সঙ্গে পরিচিত হবেন এবং নির্মীয়মান ‘বাংলাদেশ ভবন’র কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
ভিএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।