ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উরি জঙ্গি হামলায় নিহত সৈন্যদের দুইজন বাঙালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
উরি জঙ্গি হামলায় নিহত সৈন্যদের দুইজন বাঙালি

কলকাতা: জম্মু ও কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর প্রশাসনিক বেস ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত ১৭ জওয়ানের মধ্যে দুইজনের বাড়ি পশ্চিমবঙ্গে।  

বাঙালি এ দুই সৈন্যের নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের গ্রামের বাড়িতে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন সূত্রের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলানিউজ।

নিহতরা হলেন-পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশ্বদীপ ঘড়াই ও হাওড়া জেলার জি দলুই।  

সূত্র বলছে, এ খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগর এলাকায় নিহতের বাড়িতে শোকের ছাড়া নেমে আসে। একই অবস্থা হাওড়া জেলাতেও। গ্রামের বাড়িতে নিহতের খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

কর্মকর্তারা জানান, নিহত জওয়ানদের মরদেহ তাদের বাড়িতে নিয়ে আসা হবে। তবে তা কখন এসে পৌঁছাবে তা জানাতে পারেনি কেউ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬

এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।