ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এবছর ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
ত্রিপুরায় এবছর ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: এবছর কিছুটা ঘাটতি রেখেই ত্রিপুরা থেকে বিদায় নিলো বর্ষা মৌসুম। রাজ্যে এবার স্বাভাবিকের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে।

প্রতি বছর সাধারণত জুন মাসের শুরুতেই রাজ্যে বর্ষার আগমন ঘটে। কিন্তু এবছর সামান্য দেরিতে বর্ষা মৌসুম শুরু হয়। মূলত জুন থেকে সেপ্টেম্বর এ চার মাস রাজ্যে বর্ষাকাল থাকে।  

এ সময়ে ত্রিপুরা রজ্যে বৃষ্টি হয়েছে ৮৬৯ দশমিক ২ মিলিমিটার। যা স্বাভাবিকের চেয়ে ৪৫৮ দশমিক ৮ মিলিমিটার কম। শতকরা হিসেবে প্রায় ৩৫ শতাংশ বলে রোববার (০২ অক্টোবর) জানিয়েছে আগরতলা আবহাওয়া অফিস।  

গত বছর রাজ্যে স্বাভাবিকের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছিল। তবে এ ধরনের হেরফেরকে তেমন কোন সমস্যা নয় বলে মত আবহাওয়া বিশেষজ্ঞদের।

এদিকে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও এখনো মৌসুমী বায়ু বিদায় নেয়নি। আরও ১৫ দিন মৌসুমী বায়ু থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  
 

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।