আগরতলা: ত্রিপুরা রাজ্যে যে সব ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সহযোগিতার লক্ষ্যে ও নতুন নীতিমালা প্রণয়নের জন্য প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
ত্রিপুরা সরকারের সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনে হবে এই প্রতিষ্ঠান।
মঙ্গলবার (০৪ অক্টোবর) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী।
এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে আগামী মন্ত্রিসভার বৈঠকে কমিটি এই বিষয়ে প্রতিবেদন করে জমা দেবে বলেও জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসএন/এএটি/আরআই