ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূজা-মহরমে মমতার শুভেচ্ছা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
পূজা-মহরমে মমতার শুভেচ্ছা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আসন্ন মহরম উপলক্ষেও শুভ কামনা জানান তিনি।

 

বুধবার (০৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন ‘নবান্নে’ এ শুভেচ্ছা জানান মমতা।  

তিনি বলেন, পশ্চিমবঙ্গে দুর্গাপূজা ও মহরম যথাযোগ্য শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালন করা হবে।

নবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, উৎসবের
মরশুমে পশ্চিমবঙ্গের সম্মান উজ্জ্বল করতে হবে।  

এক্ষেত্রে উৎসবে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রতি ও মিলনের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

‘একদিকে যেমন চলবে দুর্গাপূজার উৎসব, ঠিক তেমনই
বের হবে পবিত্র মহরমের তাজিয়া মিছিল। প্রশাসন সমস্ত দিকে যথাযথ  ব্যবস্থাপনার দিকে নজর রাখবে,’ বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।  

আশা প্রকাশ করে তিনি বলেন, উৎসবের দিনগুলো সবার জীবনে বয়ে আনবে শান্তি ও সম্প্রীতির বন্ধন।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।