ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্গা পূজায় ত্রিপুরাবাসীকে রেলমন্ত্রীর উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
দুর্গা পূজায় ত্রিপুরাবাসীকে রেলমন্ত্রীর উপহার

আগরতলা: এবছর দুর্গা পূজার সপ্তমী তিথিতে ত্রিপুরাবাসীকে বিশেষ উপহার দিলেন ভারত সরকারের রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু।

 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগরতলা থেকে কলকাতার মধ্যে চালু হচ্ছে যাত্রী ট্রেন পরিষেবা।

আগামী ৮ অক্টোবর (শনিবার) সপ্তমীর সকাল থেকে আগরতলা ও কলকাতার শিয়ালদা স্টেশনের মধ্যে চালু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ত্রিপুরার পরিবহন দফতর মন্ত্রী মানিক দে।

ভারত সরকারের রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু এক চিঠিতে তাকে তথ্য জানিয়েছেন বলেও জানান।

ট্রেনটি সপ্তাহে শনিবার ও বুধবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় আগরতলা ছাড়বে এবং কলকাতা থেকে রোববার ও বৃহস্পতিবার আগরতলা আসবে।

আগরতলা ও কলকাতার মধ্যে সরাসরি যাত্রী ট্রেন পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬।
এসএন/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।