ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বার্বিডল’র ভেতর সপরিবারে দেবী দুর্গা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
বার্বিডল’র ভেতর সপরিবারে দেবী দুর্গা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত থেকে নারী জিমনাস্ট হিসেবে অলিম্পিক গেমসের আসরে যোগদানকারী ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকারের হাত ধরে এ বছর শারদীয়া দুর্গা উৎসবের প্যান্ডেল উদ্বোধন করালো আগরতলার এক ঐতিহ্যবাহী ক্লাব
রাধামাধব উন্নয়ন সংঘ।

মহাষষ্ঠীর সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে এবছরের পূজা প্যান্ডেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দীপা।

এ দিনের অনুষ্ঠানে দীপা ছাড়াও উপস্থিত ছিলেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা রাজ্যের আরও এক সোনা জয়ী প্রাক্তন জিমনাস্ট বনশ্রী দেবনাথ, রাধামাধব উন্নয়ন সংঘ’র উপদেষ্টা কমিটির সদস্য বিনয় ভূষণ সাহাসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তার।

পাশাপাশি এদিন ক্লাবের শারদ স্মরণিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। এ বছর ক্লাবের পূজা প্যান্ডেলের থিম বার্বিডল। বিশাল আকৃতির এক বার্বিডলের
মধ্যেই সপরিবারে রয়েছেন দেবী দুর্গা। আনুষ্ঠানিক উদ্বোধনের পরই প্যান্ডেলে দর্শকদের ভিড় পড়ে যায়।
অভিনব প্যান্ডেল বানানোর জন্য বেশ খ্যাতি রয়েছে রাধামাধব উন্নয়ন সংঘ’র।

এর আগে ছুটা ভীম, চিপস’র প্যাকেট দিয়ে প্যান্ডেল বানিয়ে  দর্শকদের প্রশংসা কুড়িয়ে ছিলেন ক্লাবের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।