ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মণ্ডপ ঘুরে দেখলেন আগরতলার বৃদ্ধাশ্রম আবাসিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
মণ্ডপ ঘুরে দেখলেন আগরতলার বৃদ্ধাশ্রম আবাসিকরা

আগরতলা: দুর্গা উৎসব হোক, ঈদ অথবা বড়দিন আমরা সাধারণত সকল দুঃখ ভুলে নিজের পরিবার পরিবার পরিজনদের সঙ্গে আনন্দে মেতে উঠি। কিন্তু এই খুশির দিনে আমরা কি এক বারের জন্যও তাদের কথা ভাবি যাদের কেউ নেই বা যারা অনাথ আশ্রম অথবা বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন?  

না সমাজের সকল মানুষ এখনো এতোটা নির্মম হননি।

এমনও মানুষ আছেন যারা উৎসবের দিনে অন্য সকলের মত অনাথ আশ্রম অথবা বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে একটু হাঁসি ফুটিয়ে তুলতে সময় কাটান তাদের সঙ্গে।

গত শনিবার (৮ অক্টোবর) দুর্গাপূজার মহা সপ্তমীর দিন লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সি’র উদ্যোগে রাজধানীর বড়জলা এলাকার আপনাঘর বৃদ্ধাশ্রম এর মায়েদের পূজা পরিক্রমা করানো হয়।

এদিন সকালে আশ্রমের মোট ৩০ জন আবাসিককেই লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সি’র উদ্যোগে প্রাতরাশ করিয়ে দুইটি গাড়িতে করে শহরের প্রায় সবকটি বড় পূজার প্যান্ডেল পরিক্রমা করানো হয়। পরে লায়ন সংকর রায় এর বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন শেষে তাদের আরও কিছু প্যান্ডেল পরিক্রমা করিয়ে আবার তাদের নিজ আবাসে দিয়ে আসা হয়।

একদিনের এই অকৃত্রিম ভালবাসা পেয়ে দিনের শেষে আবার বৃদ্ধাশ্রমে ফিরে যাওয়ার সময় খুশিতে আবাসিকরা চোখের পানি ধরে রাখতে পারেননি।

এদিনের এই কর্মসূচির পরিচালনায় ছিলেন লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সি’র সভাপতি লায়ন মইনপাল সিং, জোনাল চেয়ারপার্সন লায়ন বিশবনাথ দাস, ফার্স্ট ভিসি তাপস সেন, সম্পাদক লায়ন রাজেশ দেবনাথ, ত্রিপুরার বিশিষ্ট বাচিক শিল্পী লায়ন সিদ্ধার্থ হালদার, লায়ন অনুপ কুমার সাহা ও লায়ন মনোজিত দাস প্রমুখ।     

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
এসএন/ আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।