ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় হুমায়ূন কবির জীবন’র একক আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আগরতলায় হুমায়ূন কবির জীবন’র একক আলোকচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বাংলাদেশের কুমিল্লা জেলার জনপ্রিয় চিত্র শিল্পী হুমায়ূন কবির জীবন’র একক আলোকচিত্র প্রদর্শনী চলছে।  

সোমবার (২৪ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী।

 

প্রদর্শনীতে মোট ৫২টি আলোকচিত্রের মাধ্যমে কুমিল্লার জীবন, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী হুমায়ূন কবির।

তার এই প্রদর্শনী কুমিল্লা ও ত্রিপুরার জনগণের মধ্যকার সম্পর্ক আরও আন্তরিক করে তুলবে বলে মত ব্যক্ত করেন তিনি।  

যৌথভাবে এই আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করেছে ত্রিপুরার প্রয়াত কবি ও সাবেক মন্ত্রী অনিল সরকার রিচার্স ফাউন্ডেশন এবং বাংলাদেশের মোহনা সাংস্কৃতিক সংস্থা।  

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসসিএন/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।