ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে সিনেমা হলে জাতীয় সংগীত বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ভারতে সিনেমা হলে জাতীয় সংগীত বাধ্যতামূলক

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছেন, ভারতের প্রতিটি সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজাতে হবে এবং পর্দায় জাতীয় পতাকার ছবি দেখাতে হবে।

কলকাতা: ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছেন, ভারতের প্রতিটি সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজাতে হবে এবং পর্দায় জাতীয় পতাকার ছবি দেখাতে হবে।

বুধবার (৩০ নভেম্বর) থেকে এ রায় কার্যকর করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, জাতীয় সংগীত শুরুর সময় উপস্থিত প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, কোনো অবাঞ্ছিত জিনিসের ওপর জাতীয় পতাকা ছাপানো যাবে না, বাণিজ্যিক বা বিনোদনমূলক অনুষ্ঠানেও ব্যবহার করা যাবে না জাতীয় সংগীত। এমনকি জাতীয় সংগীতকে কোনোভাবে বিকৃত করেও ব্যবহার করা যাবে না।

জনস্বার্থে একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।

জনৈক শ্যাম নারায়ণ চৌকসে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।