ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আকাশে আধাঘণ্টা চক্কর মমতাকে বহনকারী বিমানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আকাশে আধাঘণ্টা চক্কর মমতাকে বহনকারী বিমানের

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি না পেয়ে বিমান বিভ্রাটে পড়তে হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কলকাতা: এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি না পেয়ে বিমান বিভ্রাটে পড়তে হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিমানে জ্বালানি কম থাকায় কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি না পেয়ে আকাশে আধাঘণ্টার মতো চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ক বহনকারী বিমানটি।

বুধবার (৩০ নভেম্বর) রাতে কলকাতার দমদম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সূত্র জানানয়, বুধবার পাটনা থেকে বিমানে কলকাতা ফিরছিলেন মমতা। পৌঁছনোর পর অবতরণের জন্য পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয়নি।

সে সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের জ্বালানি কমে আসায় সেটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। এতে করে মুখ্যমন্ত্রীর বিমানটি প্রায় ৩০ মিনিট আকাশে চক্কর কাটে। এতে বিমানের জ্বালানি কমে আসে। তবে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।

এদিকে, যেকোনো দুর্ঘটনা রোধে আগে থেকেই সেখানে ফায়ার সার্ভিসের গাড়িসহ আগাম সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ভিএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।