ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোববার (১১ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন।

কলকাতা: রোববার (১১ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন।

জন্মদিনে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তাকে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ উপলক্ষে এক টুইট বার্তায় লেখেন, মাননীয় রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা। তার পাণ্ডিত্য ও অভিজ্ঞতা দেশকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে। আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

এটি প্রণব মুখোপাধ্যায়ের ৮১তম জন্মদিন। এদিন তার টুইট বার্তার দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতিকে ‘দাদা’ সম্বোধন করেন মোদি।

তিনি লেখেন, প্রণবদা সবসময় সবকিছুর উপরে দেশের স্বার্থকে গুরুত্ব দেন। এইরকম একজন সমৃদ্ধ রাষ্ট্রপতিকে পেয়ে আমরা গর্বিত।   

জন্মদিনে প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬

ভিএস/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।