ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিনেত্রী রূপা গাঙ্গুলি গুরুতর অসুস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
অভিনেত্রী রূপা গাঙ্গুলি গুরুতর অসুস্থ

গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। তাকে কলকাতার এ এম আর আই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রূপা গাঙ্গুলির ব্রেনে রক্ত জমাট বাধার প্রমাণ পেয়েছেন চিকিৎসকরা। জনা গেছে, সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর চোখে দেখার ক্ষেত্রেও অভিনেত্রীর সমস্যা হচ্ছে।
 
ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে তার বিশেষ চিকিৎসা শুরুর করা হয়েছে। বাঙলা এবং হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যোগ দেন রূপা গাঙ্গুলি। তিনি বিজেপি’র পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার গুরু দায়িত্বে বহাল ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।