ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৬ দিনের সিবিআই হেফাজতে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, জানুয়ারি ৪, ২০১৭
৬ দিনের সিবিআই হেফাজতে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর আদালতে নেওয়া হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

কলকাতা: রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির দায়ে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছয় দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার ফলে গ্রেপ্তার করা হয় ভারতের লোকসভার এই সংসদ সদস্যকে। এরপর তাকে কলকাতা থেকে ওড়িশার ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে আদালতে পেশ করা হলে বিচারক এই রায় দেন।
 
গত ৩০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আরেক সংসদ সদস্য অভিনেতা তাপস পালকে। সূত্রের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভুবনেশ্বরে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করবেন গোয়েন্দারা।

প্রথমে আলাদাভাবে দুই নেতাকে জেরা করা হবে, পরবর্তী সময় মুখোমুখি বসিয়ে দুই নেতাকে জেরা করা হতে পারে।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।