ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কান্তজির মন্দিরের আদলে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
কান্তজির মন্দিরের আদলে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন কান্তজির মন্দিরের আদলে বাংলাদেশ প্যাভিলিয়ন

কলকাতা: বাংলাদেশের দিনাজপুরে অবিস্থত প্রাচীন একটি মন্দির কান্তজির মন্দির। সেই মন্দিরের আদলে কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় তৈরি করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।

৪১তম কলকাতা বইমেলায় ৩ হাজার ৫শ’ বর্গফুটের প্যাভিলিয়নটি বুধবার (২৫ জানুয়ারি) উদ্বোধন করেন বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল মেলা উদ্বোধনের পরই প্যাভিলিয়নটি উদ্বোধন করা হয়।

 

প্যাভিলিয়নে মোট ৩১টি স্টল থাকছে। উপ হাইকমিশন তরফে জানা গেছে, আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ পালন করা হবে।

ওইদিন ‘বাংলাদেশের কবিতা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু।  

এছাড়াও এদিন বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন বলে উপ হাইকমিশনের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।