দু’মুঠো ভাতের জন্য গরিব যখন মাথার ঘাম পায়ে ফেলছে, টিক এই সময়ে সমাজে মোটা অংকের টাকা খরচ করে জমজমাট অনুষ্ঠান মোটেই কাম্য নয়ে বলে মনে করেন কংগ্রেসের এই সাংসদ।
প্রাথমিক ভাবে বিষয়টি শুনে অবাক লাগলেও এই বিল আনা হচ্ছে ভারতে।
এই প্রসঙ্গে সংসদ সদস্য রঞ্জিত রঞ্জন বলেন, বিয়ে দুটি ব্যক্তিগত সম্পর্কের মিলনের অনুষ্ঠান। কিন্তু বর্তমানে বিত্তশালীরা বিয়ের অনুষ্ঠানে তারা তাদের আর্থিক প্রতিপত্তির বহিপ্রকাশ করেছেন। এই মানসিকতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দেশজুড়ে। এর ফলে গরিব পরিবারের লোকজনেরা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে টাকা খরচ করার চেষ্টা করছেন। ফলে ক্রমেই আরও গরিবে পরিণত হচ্ছেন তারা।
এই তথ্য সামনে আসার পরেই দুটি জনমত প্রকাশ্যে এসেছে। এক অংশের মানুষ যেমন এটিকে দুহাত তুলে সমর্থন জানাচ্ছেন অন্য দিকে কিছু মানুষ মনে করছেন এই বিল আইনে পরিণত হলে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।
আগামী দিনে এই প্রস্তাব আইনে পরিণত হয় কিনা সেদিকে নজর থাকবে সবারই।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এস.এস/বিএস