ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত-বাংলাদেশ নজরুল সংগীত সম্মেলনের মঙ্গলবারের সূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ভারত-বাংলাদেশ নজরুল সংগীত সম্মেলনের মঙ্গলবারের সূচি পোস্টার আকারে প্রকাশিত সূচি

ঢাকা: ঢাকার নজরুল একাডেমি ও কলকাতার অগ্নিবীণার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে চলমান নয় দিনব্যাপী নজরুল সংগীত সম্মেলনের চতুর্থ দিন মঙ্গলবারের (৭ মার্চ) সূচি প্রকাশ করা হয়েছে।

পোস্টার আকারে প্রকাশিত সূচি অনুযায়ী, মঙ্গলবারের আয়োজন হবে মুর্শিদাবাদের লালবাগে পৌরসভা মঞ্চে।

বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনে অংশ নেবে নজরুল একাডেমি ও অগ্নিবীণা।

সম্মেলনের সহযোগিতায় থাকছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন বান্ধব সমিতি এবং সুর ও ছন্দ।

গত ৪ মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হল থেকে শুরু হওয়া এ সম্মেলন পশ্চিমবঙ্গের নানা স্থানে ব্যতিক্রম সব আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ১২ মার্চ কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উপ-হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এতে নজরুল একাডেমির ১১ শিল্পী-কর্মকর্তা যোগ দিয়েছেন। তারা হলেন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, উস্তাদ করিম শাহাবুদ্দিন, শিল্পী ফাহমিদা রহমান, শিল্পী সম্পা দাশ, শিল্পী সেহেলী জাহান, শিল্পী মোহাম্মদ মাজহারুল ইসলাম, শিল্পী গোলাম মোসাব্বির, শিল্পী সালামত হোসেন চৌধুরী, শিল্পী তানজিনা করিম স্বরলিপি, মুহাম্মদ আবদুল হানড়বান ও রেজাউল হাসান মতিন।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।