ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের সঙ্গে বুদ্ধের মতবিরোধ নিয়ে মার্কিন ভূমিকা উইকিলিকসে ফাঁস!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১১
সিপিএমের সঙ্গে বুদ্ধের মতবিরোধ নিয়ে মার্কিন ভূমিকা উইকিলিকসে ফাঁস!

কলকাতা: পশ্চিমবঙ্গ ও কেরালার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কেবল বার্তা ফাঁস করে দিয়েছে সারা জাগানো সংবাদ মাধ্যম উইকিলিকস।

এরফলে ভারতের রাজনীতিতে সিপিএম আরও কিছুটা ব্যাকফুটে চলে গেছে।

সেইসঙ্গে সিপিএম‘র শীর্ষ নেতৃত্বের মতবিরোধও প্রকাশ্যে এসে গেল।

উইকিলিকসের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, ২০০৯ সালে ভারতে কর্মরত তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিমোথি রুমারকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বলেছিলেন, দলে পরিবর্তন দরকার। না হলে দল ধ্বংস হয়ে যাবে।

ওই বছর ১৩ অক্টোবর টিমোথির সঙ্গে বৈঠকে বুদ্ধদেব দলের নীতির সমালোচনা করেছিলেন।

কেবল বার্তায় এও বলা হয়েছে, তিনি মার্কিন লগ্নি এনে দেওয়ার জন্য রুমারকে অনুরোধও করেছিলেন।

বৈঠকে বুদ্ধদেব রাষ্ট্রপতি বারাক ওবামার প্রশংসা করেন। শুধু তার নয়, তিনি এ বৈঠকে রাষ্ট্রদূতের কাছে দুঃখ করে বলেছিলেন, দলীয় শীর্ষ নেতৃত্বের অদূরদর্শিতার জন্য লোকসভা নির্বাচনে সিপিএমের হার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।