ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
কলকাতায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: যথাযোগ্য মর্যাদার সঙ্গে কলকাতায় উদযাপিত হচ্ছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার ‘বেকার গর্ভমেন্ট হোস্টেল’র ২৪ নম্বর ঘরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন।


 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদসহ কমিশনের অন্যান্য সদস্যরা এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক এবং বাংলাদেশ বিমানের প্রতিনিধিরা।

এছাড়া ভারত বাংলাদেশ মৈত্রী সমিতিসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু সংগঠন এ উপলক্ষে বেকার হোস্টেলে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।
 
জকি আহাদ বলেন, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমানভাবে সম্মানের এবং প্রাসঙ্গিক।

জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিশুদের এবং উপ-হাইকমিশনার সদস্যদের সন্তানদের নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।