ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার নিউ মার্কেটে হঠাৎ দীপা খন্দকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
কলকাতার নিউ মার্কেটে হঠাৎ দীপা খন্দকার কলকাতার নিউমার্কেটে দীপা খন্দকার। ছবি: তৃষ্ণা

কলকাতার নিউ মার্কেট থেকে: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয়, নাচ, মডেলিং, উপস্থাপনা সব ক্ষেত্রেই তার সফল বিচরণ। সদালাপী মিষ্টিমুখের এই অভিনেত্রীকে হঠ্যাৎ দেখা গেলো কলকাতার নিউ মার্কেটে।

দীপা খন্দকারকে ঘিরে মুহূর্তের মধ্যে ভক্তদের ভিড় জমে গেলো। কেউ ব্যস্ত তার সঙ্গে সেলফি তুলতে, কেউ তার সঙ্গে কথা বলতে কিংবা তার ছবি তুলতে।

হাসি মুখে ভক্তদের আবদার পূরণ করার পাশাপাশি তিনি দোকানদারদেরও ছবি তোলার আবদার পূরণ করেন। এসময় তিনি বাংলানিউজের কলকাতায় ভ্রমণরত সংবাদকর্মীদের সঙ্গেও ছবি তোলেন।

দীপা খন্দকারকে একাই নিউ মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে। বাংলানিউজকে তিনি বলেন, মঙ্গলবার কলকাতায় এসেছি। আজ এসেছি নিউ মার্কেটে কেনাকাটা করতে।  

নিউ মার্কেটের জে বিহারী ক্লথের বিক্রেতা ভারাত ভাই বাংলানিউজকে বলেন, দীপা খন্দকার কলকাতায় এলেই এখান থেকে কেনাকাটা সারেন। তিনি অনেক দিন ধরেই এখানকার খদ্দের। বাংলাদেশে থেকে অনলাইনেও পণ্য কেনেন।

তিনি জানান, বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও দীপা খন্দকারের জনপ্রিয়তা রয়েছে। রয়েছে অনেক ভক্ত।

বাংলাদেশ থেকে যারা কলকাতা যান তারা নিউ মার্কেট থেকে সাধ্যের মধ্যে পছন্দের জিনিস কেনেন বলে জানান বিক্রেতারা।

বাংলাদেশের অনেক সেলিব্রেটি এ মার্কেট থেকেই ঈদ-পূজায় কেনা কাটা করেন বলেও জানান তারা।  

বাংলাদেশ সময়:  ১৯৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমআরএম/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।