ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হচ্ছে ‘গঙ্গা পদ্মা কবিতা উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
কলকাতায় শুরু হচ্ছে ‘গঙ্গা পদ্মা কবিতা উৎসব’ ‘গঙ্গা পদ্মা কবিতা উৎসব’

কলকাতা: দুই বাঙলার বাচিক শিল্পীদের নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ‘গঙ্গা পদ্মা কবিতা উৎসব’। রোববার (০৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কলকাতার রোটারি সদনে এই উৎসবের শুভ সূচনা হবে।

মঙ্গলবার (১১ এপ্রিল) কলকাতার উপকণ্ঠে নিউটাউন বিশ্ব বাংলা হাট-ইকো পার্কে উৎসবের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

কলকাতার আবৃত্তিকার দল ‘কবিতা কানেকশন’ এ কবিতা উৎসবের আয়োজন করেছে।

অনুষ্ঠানে সহায়তা করছে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম, মেট্রোপলিটন।

কলকাতার আবৃত্তি দল 'কবিতা কানেকশন', ‘সেন্টার স্টেজ’ এর সঙ্গে থাকছে ঢাকার আবৃত্তির দল ‘স্বরব্যাঞ্জন’ এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বাচিক শিল্পীরা।

ইতোমধ্যে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন- বাংলাদেশের আবৃত্তিকার দল ‘স্বরব্যাঞ্জন’।

জানা যায়, রোববার রোটারি সদনে ‘মাটির কাছে কিশোর কবি সুকান্ত’ শিরনামে তারা একটি আবৃত্তি আলেখ্য পরিবেশনা করবে।   এ ‘গঙ্গা পদ্মা কবিতা উৎসব’ নিয়ে কলকাতার দর্শক শ্রোতাদের মধ্যেই যথেষ্ট উৎসাহের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।