ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা দাপাচ্ছে তপ্ত হাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
কলকাতা দাপাচ্ছে তপ্ত হাওয়া কলকাতা দাপাচ্ছে তপ্ত হাওয়া

কলকাতা: শুষ্ক গরম হাওয়ার দাপটে কলকাতার তাপমাত্রা পৌঁছেলে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। চড়া রোদের এই তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৯ মে) থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবারের আগ পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বেশি।

এদিন থেকে চড়া রোদের সঙ্গে কলকাতার বাতাসে আর্দ্রতা অনেকটাই কমে গেছে। রোদ আর গরম হাওয়ার যুগলবন্দীতে কলকাতার তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।

তবে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরলেও বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলোর তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে আগেই।

আন্দামানে বর্ষা এসে গেলেও কলকাতায় তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, আরও দু’তিন দিন গরম বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্প না থাকায় কালবৈশাখীর সম্ভাবনাও কম।

এ মৌসুমে কলকাতা আটবার কালবৈশাখী ঝড় হয়েছে। তবে এ মুহূর্তে কালবৈশাখীর আশাও ক্ষীণ। তাই তাপ প্রবাহ সহ্য করা ছাড়া গতি নেই কলকাতাবাসীর।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।