ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা ছিলেন বাঘিনী, এখন বিড়াল: দিলীপ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
মমতা ছিলেন বাঘিনী, এখন বিড়াল: দিলীপ  সভামঞ্চে দিলীপ, মুকুল ও বাবুল সুপ্রিয়। ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী ছিলেন, আজ তিনি বিড়ালে পরিণত হয়েছেন। 

শুক্রবার (১০ নভেম্বর) কলকাতার ধর্মতলার রানি রাসমণি রোডে বিজেপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।  

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবারই কোনো সভামঞ্চে এলেন তৃণমূল ত্যাগী মুকুল রায়।

সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।  

নেতাকর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচন আমাদের (বিজেপি) পরীক্ষা। পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন শুরু হবে পঞ্চায়েত থেকেই।  

‘এতদিন আমরা খালি হাতে ভদ্রলোকের মতো নির্বাচন করতে যেতাম। এবার আর তা হবে না। যে ঠাকুর যে ফুলে তুষ্ট, তার জন্য সেই ফুলই নিয়ে যাওয়া হবে। ’

মমতার সমালোচনা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিডিয়ার সামনে আসেন না। মাঝে-মধ্যে নবান্নে বসে বাণী দেন। উল্টো-পাল্টা, মিথ্যা তথ্য দেন।  

গোটা রাজ্যে বিরোধী দল ভেঙে একের পর এক পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ তৃণমূল দখল করেছে বলেও অভিযোগ করেন দিলীপ।  

সভায় মমতার সমালোচনায় মেতে ওঠেন সদ্য দল ত্যাগী মুকুল রায়ও। বক্তব্যের বেশির ভাগ সময় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর ছিলেন তিনি।  

মুকুল বলেন, সবাই জানেন ‘জাগো বাংলা’ তৃণমূলের মুখপত্র। আসলে ‘জাগো বাংলা’ অভিষেকের মালিকাধীন একটা সংস্থা। তৃণমূলে কোনো গণতন্ত্র নেই, দলের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা।

মমতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার যদি সরকার চালানোর অধিকার থাকে, আমারও সমালোচনা করার অধিকার রয়েছে। আপনি পাল্টে গেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।