ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদী হামলায় ভারতের ছত্রিশগড়ে নিহত ৩ সেনা জওয়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১১

কলকাতা: ভারতের ছত্তিশগড় রাজ্যে জগদলপুরে মাওবাদীদের হামলায় নিহত হয়েছেন ৩ সেনা জওয়ান। আহত হয়েছেন ১২ জন।

আহতদের জব্বলপুর মহারানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় যৌথবাহিনী ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে।

সেনাদের উদ্ধার করতে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠান হয়েছে।

এদিন সকালে ৯-৪৫ নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তিনটি টাটা ৪০৭ ছিল মাওবাদীদের লক্ষ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২জন সশস্ত্র সীমা বলের(এসএসবি) সেনা এই ঘটনায় নিহত হয়েছেন। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি সূত্রে ৩ জনের নিহতের খবর জানানো হয়েছে।

রায়পুর থেকে ২ কিলোমিটার দূরে গিদামে ঘটনাটি ঘটে। জওয়ানেরা ছত্তিশগড়ে তাদের কাজের সময় সীমা শেষ করে অসমের দিকে যাচ্ছিল। পথেই এই দুর্ঘটনা ঘটে।

ঊল্লেখ্য, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া এমনিতেই মাওবাদীদের নিশানার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে ২০১০ সালে মাওবাদী হামলায় ৭৫ জন সিআরপিএফ জওয়ান নিহত হন।

ভারতীয় সময়: ১৪৫৫ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।