ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেকর্ড ভেঙে পশ্চিমবাংলায় একদিনে করোনায় আক্রান্ত ২৯৫৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
রেকর্ড ভেঙে পশ্চিমবাংলায় একদিনে করোনায় আক্রান্ত ২৯৫৪ জন

কলকাতা: পশ্চিমবঙ্গে লকডাউন জারি থাকলেও করোনা ভাইরাসের প্রকোপ মোটেও কমছে না। প্রতিদিনই শনাক্তের হিসেবে নিজের রেকর্ড নিজেই ভাঙছে রাজ্য।

ফলে করোনার আতঙ্ক আরো জেঁকে বসছে রাজ্যবাসীর মধ্যে।

রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫৪ জন। যা শনাক্তর হিসেবে রাজ্যের নিরিখে সর্বাধিক। এনিয়ে বৃহস্পতিবার (৬ অগাস্ট) পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৭৫৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এনিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১ হাজার ৯০২ জন।

অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১জন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৬১ হাজার ২৩ জন। ফলে রাজ্যে সুস্থতার হার দাঁড়ালো ৭০ দশমিক ৩৪ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬ হাজার ৮৮৬ জন।

এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনায় ৫ হাজার ৫২২ জন, হাওড়ায় ২ হাজার ৫১জন, দক্ষিণ ২৪পরগনায় ১ হাজার ৫৪১ জন ও হুগলিতে ১ হাজার ৯ জন।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, অগাস্ট ০৭, ২০২০
ভিএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।