ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ২৯৩৭, মৃত্যু ৫৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ২৯৩৭, মৃত্যু ৫৪ ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা গড়ে ২ হাজার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৩৭ জন।

এ নিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত রাজ্যে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪ হাজার ৩২৭ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ রোগে রাজ্যে এখন পর্যন্ত মারা গেছেন মোট ২ হাজার ২০৩ জন।

অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২৫ জন। সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১২১ জন। সুস্থতার হার ৭২ দশমিক ৯৬ শতাংশ।

রাজ্যের নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় শনাক্ত মোট ৬ হাজার ৬৩৫ জন। এরপরই রয়েছে উত্তর চব্বিশ পরগনায় ৫ হাজার ৫৪০ জন, হাওড়ায় ২ হাজার ২৮ জন, দক্ষিণ চব্বিশ পরগনায় ১ হাজার ৯৭৩ জন ও হুগলিতে ১ হাজার ২১৯ জন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার ২৭ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট ১১ লাখ ৮৬ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

রাজ্যে মোট ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ২৯ ও বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। কোভিড বেডের সংখ্যা মোট ১১ হাজার ৭৭৫। শুধু কোভিড-১৯ রোগীদের জন্য লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে ৭১৫টি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ভিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।