আগরতলা (ত্রিপুরা): ভারতের দক্ষিণ পশ্চিমের রাজ্য কেরালাতে এই সময় বার্ড ফ্লুর প্রকোপ দেখা গেলে এখনো পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে এর কোনো প্রকোপ দেখা যায়নি। তাই এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় একথা জানান, ত্রিপুরা সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের ডিরেক্টর ড. কে শশীকুমার।
রাজ্যে বার্ড ফ্লু না এলেও দপ্তর সতর্ক রয়েছে, জানান তিনি।
দেশে বার্ড ফ্লুর সংক্রমণের কথা জানার পর দপ্তর একটি হেল্প লাইন নম্বর চালু করেছে। যদি কোনো ব্যক্তির একসঙ্গে একাধিক হাঁস, মোরগ মারা যায় তবে তারা যেন দ্রুত এই হেল্প লাইন নম্বরে ফোন করে, তবে দপ্তর থেকে লোক গিয়ে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হবে।
বার্ড ফ্লু ছাড়াও রানীক্ষেতসহ আরও কিছু সাধারণ রোগ আছে এগুলোর কারণেও মৃত্যু হতে পারে। তবে এই রোগগুলোর ভ্যাকসিন রয়েছে। তাই অহেতুক চিন্তা না করে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসসিএন/এইচএডি