ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সাত দফা দাবিতে আগরতলায় গণ অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সাত দফা দাবিতে আগরতলায় গণ অবস্থান ...

আগরতলা (ত্রিপুরা): সাত দফা দাবিতে সোমবার (১১ জানুয়ারি) আগরতলায় গণঅবস্থান পালন করে সারা ভারত কমিউনিস্ট পার্টির (সিপিআই) সদর বিভাগীয় কমিটি।  

এদিন রাজধানী আগরতলা কৃষ্ণনগরস্থিত দলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দল।

তাদের এই সাত দফা দাবিগুলোর মধ্যে অন্যতম কয়েকটি দাবি হলো- কৃষি বিল এবং প্রস্তাবিত বিদ্যুৎ বিল বাতিল করা, রাজ্যের বিদ্যুৎ ডিভিশনগুলোকে বেসরকারিকরণ বন্ধ করা, রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন আইন শৃঙ্খলা অবনতি এবং বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি।

সিপিআই দলের ত্রিপুরা রাজ্য কমিটির সহ-সম্পাদক যুধিষ্ঠির দাস সংবাদমাধ্যমের কাছে অভিমত ব্যক্ত করেন, ত্রিপুরা সরকার এবং ভারত সরকার তাদের দাবিগুলো বাস্তবতা বিবেচনা করে মেনে নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।