ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ কংগ্রেসের কর্মসূচী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ কংগ্রেসের কর্মসূচী ...

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০তম বর্ষপূর্তি উৎসব উৎযাপনের লক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে।

শুক্রবার(৯ জুলাই) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র তাপস দে সংবাদ বিজ্ঞপ্তিতে রিলিজের মাধ্যমে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ উদযাপন কমিটি ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রবন্ধ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৭১) ভারতরত্ন ইন্দিরা গান্ধী ও ত্রিপুরার অবদান। আগামী ৩১ আগস্টের মধ্যে প্রবন্ধ লিখে জমা দিতে হবে আগরতলার কংগ্রেস ভবনে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।