আগরতলা (ত্রিপুরা): রোববার (৮ আগস্ট) বাংলা ক্যালেন্ডার অনুসারে ২২শে শ্রাবণ। এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়েছিল।
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিগুরুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শিত পথকে আমাদের প্রত্যেকের জীবনে রপ্ত করতে পারলেই কবিগুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনি আরো বলেন, ত্রিপুরার সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি রাজ্যের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ত্রিপুরার রাজাদের। কবিগুরুর দুটি গান, ভারত এবং বাংলাদেশর জাতীয় সঙ্গীত। ভারতীয় সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছেন তিনি।
এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও আগরতলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট, ২০২১
এসসিএন/কেএআর