আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার দক্ষিণ জেলার জোলাইবাড়ি এলাকায় এক হাজার ৫৮৩ জন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এক জনসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ৫০৮টি পরিবারের ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরায় ভারতের দ্বিতীয় এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ফরেনসিক বিশ্ববিদ্যালয় তৈরি হতে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ গবেষণাসহ অন্যান্য পরিষেবার সুযোগ পেতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ত্রিপুরায় আসবে। শিক্ষাগ্রহণ ছাড়াও রাজ্যে অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে।
তিনি জানান, নারীদের অংশীদারিত্ব তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরে উদ্ভাবনী ভাবনায় ১০ হাজার কোটি রুপির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঋণের ক্ষেত্রে প্রায় অর্ধেক সুদ হ্রাস করে স্থানীয় রেশন দোকানে নারীদের উৎপাদিত পণ্য বিপননের প্রক্রিয়া চলছে। সমাবেশে বিজেপির দুই বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক এবং শংকর রায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসসিএন/এনএসআর