ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
ত্রিপুরায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিজেপি

আগরতলা (ত্রিপুরা): এ বছর অকাল বর্ষণে ক্ষতির সম্মুখীন হয়েছেন ত্রিপুরা রাজ্যের কৃষকরা। বিশেষ করে খারিফ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টির কারণে কোন জেলায় কি পরিমাণ ফসল নষ্ট হয়েছে এবং কতজন কৃষকের ক্ষতি হয়েছে তা জানতে ত্রিপুরা প্রদেশ বিজেপির কিষান মোর্চার পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) কিষান মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে তিনজন করে মোট আটটি জেলায় ২৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে ও  কৃষকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করছে।

প্রদেশ কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়া হলে তারা পর্যালোচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা করার আহ্বান জানাবেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।