ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংখ্যালঘুদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
সংখ্যালঘুদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু ...

আগরতলা (ত্রিপুরা): শনিবার (৮ জানুয়ারি) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার মেলার মাঠ এলাকার হজ ভবনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন, ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ত্রিপুরা সরকারের সংখ্যালঘু দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন বলেন, ভারতের বর্তমান কেন্দ্র এবং ত্রিপুরা সরকার মনে করে যারা সমাজের মধ্যে দুর্বল শ্রেণি তারা যে ধর্ম বর্ণ অথবা জাতের হোক না কেন তাদের জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে, তাদের উন্নয়নে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়। গত চার বছর ধরে মানুষের জন্য যে কাজ করা হচ্ছে তাতে এর প্রমাণ স্পষ্ট দেখা যাচ্ছে। এইজন্য হজ ভবনে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে, এই সেন্টারে সংখ্যালঘু যুবকরা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন।

উপ-মুখ্যমন্ত্রী আরো বলেন, মানুষকে সংখ্যা দিয়ে বিচার করা যায় না, সবাই সমান। বর্তমান সরকার সভার কল্যাণে কাজ করছে।

ফিতা কেটে উপ-মুখ্যমন্ত্রী সেন্টারের উদ্বোধন করেন। এই সেন্টারে ৫০ জন একসঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।