আগরতলা (ত্রিপুরা): নিজ রাজ্যে বসে আন্তর্জাতিকমানের ক্রিকেট খেলা দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ত্রিপুরার মানুষের।
রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নরসিংগড় এলাকায় নির্মিয়মান আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের কাজ আগামী সাত থেকে আট মাসের মধ্যে শেষ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২১ মার্চ) ত্রিপুরা বিধানসভা অধিবেশনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আর্থিক অনুদানে এ ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ চলছে।
তিনি বলেন, আন্তর্জাতিকমানের এ ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৮৫ কোটি টাকা দিয়েছে। ২০১৭ সালের ২০ আগস্ট এ স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল।
স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হলে ত্রিপুরারাজ্যের মানুষ এখানে বসে আন্তর্জাতিকমানের ক্রিকেট খেলা দেখার সুযোগ পাবেন বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসসিএন/আরবি