ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কোরবানির ঈদ উদযাপনে প্রস্তুত ত্রিপুরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
কোরবানির ঈদ উদযাপনে প্রস্তুত ত্রিপুরাও

আগরতলা (ত্রিপুরা): আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, রাত পোহালেই মুসলিম ধর্মাবলম্বীদের কোররবানির ঈদ তথা পবিত্র ঈদুল আযহা। রোববার (১০ জুলাই) বিশ্বের যে সব দেশে ঈদ উদযাপন হবে সেই দেশগুলোতে এখন শেষ প্রস্তুতি চলছে।

এই প্রস্তুতির বাইরে নয় ভারতের ত্রিপুরা রাজ্যও।  

রাজধানী আগরতলার অন্যতম বড় ও প্রাচীন গেদু মিঞা মসজিদ, রামনগর জামে মসজিদ, আগরতলা টাউন জামে মসজিদসহ রাজ্যের অন্যান্য জায়গার মসজিদগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, আলোকমালা এবং রঙিন পতাকা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে।  

গেদু মিঞা মসজিদে প্রতি ঈদে সবচেয়ে বড় বিশেষ নামাজের ব্যবস্থা করা হয়। এখানে এক সঙ্গে হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করেন। এবছরও ঈদ উপলক্ষে প্রচুর সংখ্যক লোকসমাগম হবে বলে আশা করা হচ্ছে।  

এদিকে আগরতলা টাউন জামে মসজিদ কমিটির সভাপতি মো. আলো মিঞা, ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মসজিদে ঈদের নামাজ যাতে সবাই ভালোভাবে করতে পারে তার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।